Posts

Showing posts from August, 2021

যে ব্যক্তি তার চরিত্রকে সৌন্দর্যমন্ডিত করেছে আমি তার জন্য জান্নাতের সর্বোচ্চ স্থানে অবস্থিত একটি ঘরের জিম্মাদার।

Image
  আবূ উমামাহ (রাঃ) থেকে বর্ণিতঃ তিনি বলেন, রাসূলূল্লাহ (সাল্লাল্লাহি ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ যে ব্যক্তি ন্যায়সঙ্গত হওয়া সত্ত্বেও ঝগড়া পরিহার করবে আমি তার জন্য জান্নাতের বেষ্টনীর মধ্যে একটি ঘরের জিম্মাদার; আর যে ব্যক্তি তামাশার ছলেও মিথ্যা বলে না আমি তার জন্য জান্নাতের মাঝখানে একটি ঘরের জিম্মাদার আর যে ব্যক্তি তার চরিত্রকে সৌন্দর্যমন্ডিত করেছে আমি তার জন্য জান্নাতের সর্বোচ্চ স্থানে অবস্থিত একটি ঘরের জিম্মাদার। সুনানে আবু দাউদ ৪৮০০

হযরত জিবরাঈল আঃ দুনিয়াতে কতবার হুজুর সঃ এর দরবারে এসেছিলেন?

Image
 হযরত জিবরাঈল (আ:) ২৪ হাজার বার দুনিয়াতে হুজুর (সা:) এর দরবারে এসেছিলেন।  এক সাক্ষাতে হুজুর (সা:) জিবরাঈল (আ:) কে জিজ্ঞাসা করেছিলেন,  হে জিবরাঈল!  আমার ইন্তেকালের পরে তুমি কতবার দুনিয়াতে আসবে?  তিনি বললেন,  ১০ বার আসব এবং প্রতিবারই একটি করে জিনিস তুুলে নেব । তুলে নেওয়ার দশটি জিনিস হলঃ 💎 ১. বরকত তুলে নেয়া হবে । 💎 ২. এবাদত থেকে মজা তুলে নেয়া হবে  💎 ৩. পরস্পর মহব্বত তুলে নেয়া হবে  । 💎 ৪.লজ্জা তুলে নেয়া হবে।  💎 ৫. হক বিচার তুলে নেয়া হবে।  💎 ৬. ছবর (ধৈর্য্য) তুলে নেয়া হবে।  💎 ৭. আলেম থেকে সত্য কথা তুলে নেয়া হবে অর্থাৎ একদল আলেম জানা সত্ত্বেও হক কথা বলবে না। 💎 ৮. ধনীদের সৎ সাহস উঠিয়ে নেয়া হবে।  💎 ৯. ঈমানদার থাকবে না / ঈমান উঠিয়ে নেয়া হবে । 💎 ১০. ক্বারীদের কাছ থেকে কোরআনের তেলোয়াত তুলে  নেয়া হবে / অর্থাৎ কোরআনকে উঠিয়ে নেয়া হবে  । হে মানুষ তুমি ভয় কর সেদিনকে, ভুল পথ থেকে সরে দাড়াও সঠিক আলোয় জীবন গড় …….. আল্লাহ-পাক সবাইকে সঠিক পথে চলার তৌফিক দান করুক (আমিন)।

যে ব্যক্তি আযানের জবাব দেয় তার জন্য জান্নাত ওয়াজিব.! - মুসলিম : ৩৮৫

Image
আজান ও ইক্বামতের সময় দোয়ার ফজিলত দোয়া হলো ইবাদত। আল্লাহ তাআলা বলেন, ‘তুমি আল্লাহ ব্যতীত এমন কারো ইবাদত করো না, যে তোমার ভালো-মন্দ কিছুই করতে পারে না।’ (সুরা ইউনুস : আয়াত ১০৬)মানুষের প্রয়োজন পূরণে আল্লাহ তাআলার সমীপে দোয়া করতে হবে। আল্লাহ তাআলা মানুষকে তাঁর কাছে চাওয়ার জন্য নির্দেশ প্রদান করেন বলেন, ‘তোমরা আমাকে ডাক, আমি তোমাদের ডাকে সাড়া দিব। (সুরা মুমিন : আয়াত ৬০)আল্লাহ তাআলার কাছে দোয়া করার কিছু সময় ও স্থান রয়েছে। যে সময় ও স্থানে দোয়া করলে আল্লাহ তাআলা বান্দার সব চাওয়া পাওয়া কবুল করেন।আজান ও ইক্বামতের মাঝে দোয়া, আজান চলাকালীন সময়ে এবং আজানের পর দোয়া করলে আল্লাহ তাআলা বান্দার সে দোয়া ফিরিয়ে দেন না। এ সময় দোয়া কবুলের বিষয়টি অনেক হাদিসে বর্ণিত হয়েছে।হজরত আনাস ইবনে মালেক রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, ‘আজান এবং ইক্বামতের মাঝের দোয়া ফেরত দেয়া হয় না। (মুসনাদে আহমদ, আবু দাউদ, মিশকাত)হজরত আবদুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু বলেন, এক ব্যক্তি বলল, হে আল্লাহর রাসুল! (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) মুয়াজ্জিনের মর্যাদা যে আমাদের চেয়ে বেশি হয়ে যাবে, ...